নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন শহরের সদর রোডে কোন ভাসমান দোকান বা ফেরিওয়ালা বসতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন চরফ্যাশনের পৌর মেয়র মো: মোরশেদ। ঘোষণার পর শনিবার তিনি নিজে উপস্থিত থেকে এ ধরণের দোকানপাট পরিদর্শন ও উচ্ছেদ কার্যক্রম দেখেন।
এ ব্যাপারে মেয়র বলেন, জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্যে এই সিন্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার ওপরে কোন দোকানপাট বসতে দেয়া হবে না এবং রাস্তার ওপর কোন ছাতা টানিয়েও কাউকে বেঁচাকেনা করতে দেয়া হবেনা।
তিনি বলেন, সদর রোডে দোকানপাট বসা নিয়ে কোন তদ্বির চলবে না। এ ব্যাপারে জিরো ট্রলারেন্স থাকবে।
তিনি বলেন, সদর রোড পৌরসভার ইজারামুক্ত। কেউ এই আঞ্চলিক মহাসড়কে কোন দোকানপাট বসালে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্হা নেয়া হবে। এই আদেশ কঠোরভাবে বাস্তবায়নের জন্য পৌরসভার টিম প্রতিদিন সড়ক মনিটরিং করবে।