কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় তিতাসে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার ৫ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ সাগরকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
জানা যায়, তিতাসের শাহপুর শান্তির বাজারের ডা. সামছুল হুদার চেম্বারে ঢুকে স্থানীয় সন্ত্রাসী সাগর অস্ত্র দেখিয়ে ফিল্মি স্ট্যাইলে চাঁদা আদায়ের সিসি ফুটেজ ফেসবুকে ভাইরাল। রবিবার বিকাল ৩টায় এ ঘটনার পর রাত ৮টায় সামছুল হুদা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ফেসবুক লাইভে আসেন এবং চাঁদাবাজির সিসি ফুটেজ ভাইরাল করেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর তিতাস থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঢাকার ডেমরা এলাকা থেকে সাগরকে আটক এবং তার স্বীকারোক্তিতে শাহপুরের নিজ বসতঘর থেকে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশে সূত্রে জানা যায়, অস্ত্র, মাদক ও মারামারিসহ ৮ মামলার আসামী সাগরের অত্যাচারে উপজেলার শাহপুর গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে।