চোখের জলে দেশ ছাড়লেন আফগান চলচ্চিত্র পরিচালক

0
3

বিনোদন প্রতিবেদক
তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর অনেকেই ইতোমধ্যে দেশ ছেড়েছেন। এছাড়া দেশটি ছাড়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ।

তাদের সাথে আফগানিস্তান ছাড়লেন চলচ্চিত্র পরিচালক রোয়া হায়দারি। চোখের জলে মার্তৃভূমিতাকে বিদায় জানিয়েছেন তিনি। তবে আবারো ফিরে আসার আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা।

সিনেমা পরিচালনার পাশাপাশি ভালো ছবিও তোলেন রোয়া। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে তাকে হাঁটু মুড়ে বসে থাকতে দেখা গেছে।

ক্যাপশনে রোয়া হায়দারি লিখেছেন, ‘নিজের কথা বলার অধিকার বজায় রাখতে আমাকে আমার দেশ ছাড়তে হচ্ছে। আবারো মার্তৃভূমি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। আবারো শূন্য থেকে শুরু। নিজের মৃত আত্মা আর ক্যামেরাটা সঙ্গে নিয়ে সাগর পাড়ি দিচ্ছি। বুকে প্রবল কষ্ট নিয়ে বলছি, বিদায় জন্মভূমি। আবার দেখা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here