‘চোখ’ নিয়ে আত্মবিশ্বাসী বুবলী

0
2

বিনোদন প্রতিবেদক
লকডাউন উঠে যেতেই পুরোদমে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী বুবলী। আগামী ১ অক্টোবর তার অভিনীত ‌‘চোখ’ ছবিটি মুক্তি পাচ্ছে। আসিফ ইকবাল জুয়েল পরিচালিত এ ছবিকে ঘিরে নিজের প্রত্যাশা, অত্মবিশ্বাসের কথা বলেছেন বুবলী।

বুবলী বলেন, ‘বীর’ ছবির মুক্তির দেড় বছর আমার কোনো ছবি মুক্তি পাচ্ছে। ‘বীর’ ছবিটি ছিল শাকিব খানের সাথে। ২০২০ এ মুক্তি পেয়েছিল ছবিটি। আর ‌‘চোখ’ ছবিতে সহশিল্পী নিরব ও রোশান।

যদিও শাকিব খানের সঙ্গে জুটির বাইরে আমার প্রথম ছবি ছিল ‘ক্যাসিনো’। ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু করোনা মহামারীর কারণে সেই ছবিটির মুক্তি পিছিয়ে গেছে। এখন ‘চোখ’ মুক্তি পাচ্ছে। আমরা সবাই এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।

সময়টা সবার জন্যই চ্যালেঞ্জিং। এর মধ্যে হলগুলো খুলছে। স্বাস্থ্যবিধি মেনে দর্শকরা হলে আসবেন, সেভাবেই হয়তো সবকিছু প্রস্তুতি নেয়া হচ্ছে। যেহেতু স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চলছে, তাই প্রত্যাশা থাকাও স্বাভাবিক। ‘চোখ’ নিয়ে আত্মবিশ্বাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here