জয়া আহসান পাচ্ছেন পশুপ্রেমী সম্মাননা

0
11

বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অভিনয়ের বাইরে অন্যরকম এক সম্মান পেতে চলেছেন।পশুপ্রেমের জন্য তাকে সম্মাননা দেয়া হবে। বাংলাদেশের ‘দ্যা পিপল ফর অ্যনিমেল ওয়েলফেয়ার'(পাও)সংগঠনটি প্রথমবারের মতো অভিনেত্রীকে এই পুরস্কার প্রদান করবে।

পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) প্রথমবারের মত এই পুরস্কার প্রদান করছে। প্রাণীদের ভালোবাসেন, সহযোগিতা করেন, এমন ১০ জনকে দেয়া হচ্ছে সম্মাননা।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী মাসে বিজয়ীদের হাতে এই সম্মান স্মারক তুলে দেয়া হবে ।

এ ব্যাপারে জয়া বলেন, ‘আমি পুরস্কৃত হচ্ছি, আনন্দটি মোটেও সেজন্য নয়। বরং আনন্দ হচ্ছে, অসাধারণ এই উদ্যোগটির জন্য। এটা প্রাণী-প্রেমীদের মনে উৎসাহ যোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমি নিজেও কোনোদিন কিছু পাওয়ার জন্য পশু-পাখিদের জন্য কাজ করিনি। যা করেছি, নিজের আনন্দ আর ভেতরের টান থেকে। ধন্যবাদ জানাই পও সংগঠন সংশ্লিষ্টদের। তাদের এই উদ্যোগ অব্যাহত থাক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here