জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
7

ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে হারারেতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে সফরকারী বাংলাদেশ।

এই টেস্টে বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল। হাঁটুতে চোট পেয়েছেন এই টাইগার ওপেনার। চোট নিয়ে জিম্বাবুয়ে সফরে যান তিনি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও একাদশে পাওয়া যায়নি তামিমকে।

অন্যদিকে এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হচ্ছে জিম্বাবুয়ের তাকুদজওয়ানাশে কাইতানো ও ডিয়ন মায়ার্সের।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক, শাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুউদল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাবা, রয় কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্তটর নুয়াচি, মিল্টন শাম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here