নিজস্ব প্রতিবেদক
সোমবার ( ৭ জুন) মিরপুর স্টেডিয়ামে দুপুরে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সাংবাদিকদের জানিয়েছেন, জিম্বাবুয়ে সফরের আগে ক্রিকেটাররা কেউ ছুটির আবেদন করেননি। পূর্ণ শক্তির দল নিয়েই জিম্বাবুয়ে সিরিজ খেলার চিন্তা করা হচ্ছে। কিছুক্ষণ পরই অবশ্য হাবিবুলের আশাবাদ ফিকে হয়ে গেছে।
কারণ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে টি-২০ সিরিজ থেকে ছুটির আবেদন করেছেন মুশফিকুর রহিম। ফোন করে জিম্বাবুয়ে সফরে টি-২০ সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন মুশফিক। তবে বাকি দুই ফরম্যাটে খেলবেন তিনি।
নান্নু এ প্রসঙ্গে বলেছেন, ‘ও (মুশফিক) আমাকে কল করেছিল। জিম্বাবুয়ে সফরে শুধু টি-২০ খেলতে চায় না। তবে টেস্ট, ওয়ানডে খেলবে মুশফিক। আমরা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি।’
গত কয়েক সিরিজ ধরেই সিনিয়র ক্রিকেটাররা বিভিন্ন ফরম্যাটে বিশ্রাম চাচ্ছেন। সাকিব খেলেননি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে। নিউজিল্যান্ড সফরে টি-২০ খেলেননি তামিম। এবার জিম্বাবুয়েতে টি-২০ খেলবেন না মুশফিক।
আগামী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ দল। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-২০ খেলার কথা রয়েছে টাইগারদের।