জেলেদের জালে উঠল লাশ

0
8

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদী থেকে জেলেদের জালে দুরুল হোদা (৩০) নামে এক ব্যক্তির লাশ উঠে এসেছে। রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রবিবার দুপুরে মাদারপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান দুরুল হোদা। তিনি গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর এলাকার আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুরুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃগী রোগেও ভুগছিলেন। পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়েছিলেন। রবিবার রাতে জেলে শফিকুল ইসলাম শফি কয়েকজনকে নিয়ে মাদারপুর থেকে কিছুটা উজানে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। তখন দুরুলের লাশটি তাদের জালে উঠে আসে। পরে স্বজনরা লাশ বাড়ি নিয়ে যায়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মৃগী রোগীরা পানিতে নামলে সমস্যা হয়। এ কারণেই দুরুল ডুবে গিয়েছিল। সোমবার সকালে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here