আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের টিকা না নিয়ে স্বশরীরে অফিসে আসায় তিন সংবাদকর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সংবাদ মাধ্যম ‘সিএনএন’। গত সপ্তাহে তাদেরকে বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার সিএনএন’র কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ মেমো থেকে এ তথ্য জানা গেছে। রয়টার্স।
খবরে বলা হয়েছে, সম্প্রতি করোনাভাইরাসের টিকার ব্যাপারে কর্মীদের নির্দেশনা দিয়ে বলা হয়- যারা অফিসে কিংবা মাঠে সহকর্মীদের সঙ্গে স্বশরীরে কাজ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই টিকা নিতে হবে।
সিএনএন’র প্রেসিডেন্ট বলেন, “স্পষ্ট করে বলছি- এ ব্যাপারে (টিকা) আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”
ওই মেমোতে বলা হয়েছে, সংবাদ, খেলাধুলা ও স্টুডিও সংশ্লিষ্ট সবাইকে টিকা নেয়ার জন্য বলা হয়েছে। গত কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে বারবার কথা বলা হয়েছে। এরপর আর কোনও দ্বিধা থাকার কথা নয়।
এখন টিকা নেয়ার প্রমাণ উপস্থাপন করে সিএনএন কার্যালয়ে প্রবেশের প্রথা চালু করতে পারে কর্তৃপক্ষ।