ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা পাপুয়া নিউগিনির শুরুটা মোটেই সুখকর হলো না। স্বাগতিক ওমানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা।
রবিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে ওমান ও পাপুয়া নিউগিনি। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাপুয়া নিউগিনি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক আসাদ ভালা। এছাড়া ৩৭ রান করে রানআউটের ফাঁদে পড়েন চার্লস আমিনি। বাকিদের মধ্যে আর কেউ বলার মতো স্কোর করতে পারেনি।
ওমানের পক্ষে ৪ ওভারে ২০ রান খরচায় সর্বোচ্চ চার উইকেট শিকার করেছেন জীশান মাকসুদ। এছাড়া বিলাল খান ও কালেমুল্লাহ নেন দুটি করে উইকেট।
জবাবে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার আকিব ইলিয়াস ও জাতিন্দর সিংয়ের জুটিতে ভর করে মাত্র ১৩.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওমান। আকিব ইলিয়াস ৫০ ও জাতিন্দর সিং ৭৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন জীশান মাকসুদ।