ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা শুরু হলো আজ

0
3

নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। দীর্ঘ দেড় বছর পর ফের শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা।

আজ রবিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটে সব বর্ষের ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিন অনলাইনে ক্লাস করলেও আজ থেকে সশরীরে ক্লাস শুরু হলো। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টায় কলাভবনের বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করবেন। এদিকে শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনার শেষ দিন আজ।

জানা যায়, ক্লাস পরীক্ষা শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইন্সটিটিউটগুলোর ক্লাসরুম ও পরীক্ষার হলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যেসব চেয়ার টেবিল নষ্ট হয়েছে সেগুলোও ঠিক করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলো রং করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নতুনভাবে নেয়া উদ্যোগ অনুযায়ী, একাডেমিক কাউন্সিলে গৃহীত লস রিকভারি প্ল্যান অনুযায়ী একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here