ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৫

0
7

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় নামক স্থানে সিমেন্ট ভর্তি দাঁড়িয়ে থাকা ক্যাভার্ডভ্যানকে ময়মনসিংহের হালুঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাস সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here