বিনোদন প্রতিবেদক
বাংলাদেশসহ বিশ্বের তিনটি মহাদেশে একই দিনে (৩ ডিসেম্বর ২০২১) মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। দেশের পাশাপাশি বিদেশেও সাড়া ফেলেছে সিনেমাটি। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) দেশের ৪৭টি প্রেক্ষাগৃহ’সহ পাশ্চাত্যে-ওশেনিয়া অঞ্চলের ৪টি দেশে চলছে সিনেমাটি।
প্রথম সপ্তাহেই সবগুলো দেশের দর্শক মহলে সিনেমাটি সমাদৃত হয়। ফলে আজ দ্বিতীয় সপ্তাহে এসে বেড়েছে শো সংখ্যাও। দেশের এবং দেশের বাহিরে বেশ কয়েকটি হলে আজও হাউজফুলও যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’। পাশাপাশি দর্শকদের কাছ থেকে সিনেমাটি ব্যাপক সাড়া পেয়েছে। সিনেমাটিতে আরিফিন শুভ ও ঐশীর অভিনয়ের দর্শক প্রশংসা করছে।