নিজস্ব প্রতিবেদক
বহুল আলোচিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হলো বাংলাদেশ।
বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গড়া এনডিবি জানিয়েছে, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করেছে তারা।
এনডিবির বোর্ড অফ গভর্নরস নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দেয় বলে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০ আগস্ট এনডিবির বোর্ড অফ গভর্নরসের সভায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি চূড়ান্ত হয়।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা শুরু করে এনডিবি।
সে সময় বলা হয়েছিল, এসব দেশে অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বিকল্প হয়ে উঠতে পারে এই ব্যাংকটি।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে গত ১৫ জুলাই একটি বৈঠক হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের। এর ধারাবাহিকতায় ব্যাংকটির সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনুমোদন করা হলো।
৫০ বিলিয়ন ডলারের প্রাথমিক মূলধন নিয়ে যাত্রা শুরু করা এনডিবি এখন ১০০ বিলিয়ন ডলারের তহবিল জোগাড় করেছে। এবারই প্রথম ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোর বাইরের কোনো সদস্য রাষ্ট্রকে ব্যাংকটিতে যোগ দেয়ার সুযোগ দেয়া হলো।