ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জিতলেও আর্জেন্টিনা জিতেনি। নেইমার গোল পেলেও গোল পাননি মেসি। গতকাল বাংলাদেশ সময় ভোরে বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দেশ মাঠে নেমেছিলো।
বাংলাদেশের অনেকই ভোরে উঠে খেলাটা দেয়ার চেষ্টা করেছেন। সবার টিভিতে ম্যাচ দেখার সুযোগ হয়নি। সরাসরি সম্প্রচার দেখার সুযোগ ছিল না বলে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাই চলছে। ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, প্যারাগুয়ে, চিলি, পেরু লড়াই করছে।
গতকাল ব্রাজিল ২-০ গোলে প্যারাগুয়েকে হারিয়েছে। আর একই সময়ে গতকাল আর্জেন্টিনা ২-২ গোলে কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছে। ৬ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল শীর্ষে এবং আর্জেন্টিনা ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
প্যারাগুয়ের বিপক্ষে ৪ মিনিটে গোল করেছেন নেইমার। ৯৩ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোল করেন লুকাস পাকুয়েটা। মেসির আর্জেন্টিনা ২-২ গোলে ড্র করলেও কাল প্রায় জিতেই যাচ্ছিল। জেতার সম্ভাবনা নিয়েও শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয়। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিয়েন্দ্রো পারদেসের গোলে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে যায়।
কে জানত দ্বিতীয়ার্ধে উল্টো চিত্র দেখতে হবে মেসিদের। ৫১ মিনিটে পেনাল্টি হতে লুইস মুরিয়েল এবং খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে বোরজা দ্বিতীয় গোল করলেন কলম্বিয়া ২-২ ব্যবধানে ম্যাচ ড্র করে হার বাঁচায়। গোল পাননি মেসি। খেলেনি ডি মারিয়াকে।