নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন উপজেলার অকর্ষণীয় পর্যটন কেন্দ্র কুকরি মুকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।
মনোনয়ন প্রাপ্তির এই শুভ সংবাদে তিনি বুধবার সকালে ঢাকা থেকে এসে চরফ্যাশন সরকারি কলেজ সংলগ্ন সাবেক সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পিতা অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম এর কবর জিয়ারত ও সেখানে দোয়া-মোনাজত করেন।
এসময় তার সাথে ছিলেন চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, চরফ্যাশন পৌরসভার মেয়র মো: মোরশেদ, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ (অব:) কায়সার আহমেদ দুলাল, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক রানা।
এছাড়া চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আবু সিদ্দিক, সহ-সভাপতি এম আমির হোসেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো: কামাল হোসেন মিয়াজি,সাংবাদিক আদিত্য জাহিদ, এম লোকমান হোসেন, কামরুল সিকদার, মাইনুদ্দিন জমাদার, অশেক শাহসহ আরও অনেক রাজনৈতিক নেতা কর্মী এসময় উপস্হিত ছিলেন।