আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বে প্রথম পশুদের জন্য করোনা টিকার প্রথম ব্যাচ তৈরি করেছে রাশিয়া। পশুপাখিদের ভিতর করোনা সংক্রমণ যেন না ছড়ায় এ জন্য টিকার প্রয়োগ শুরু হয়েছে দেশটি।
স্পুটনিক ভি টিকার পর কারনিভ্যাক-কোভ টিকা নিয়ে চলছে গবেষণা। রুশ সংবাদসংস্থা তাস জানাচ্ছে, মানুষের করোনা টিকার নিবন্ধনের পর গত মার্চ মাসে পশুপাখির জন্য টিকা তৈরির বিষয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়েছে সংস্থাটি।
জানা গেছে, প্রথম ব্যাচের টিকা রাশিয়ার কয়েকটি অঞ্চলে সরবরাহ করা হবে। জার্মানি, গ্রিস, পোল্যান্ড, অস্ট্রিয়া, কাজাখিস্তান, তাজিকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, লেবানন, ইরান ও আর্জেন্টিনা থেকে বিভিন্ন কোম্পানি এই টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে।