পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের যুবাদের

0
2

ক্রীড়া প্রতিবেদক
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ জিতেছে বাংলাদেশের যুবারা। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষ ১-১ এ সমতা বিরাজ করছিল সিরিজে। সোমবার (১৪ নভেম্বর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচটিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করে ১৯ না পেরেনো বাংলাদেশের যুবারা।

ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন তাইব আরিফ আর আরাফাত মিনহাজ করেন ৪৩ রান। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন, রাফি ও রোহানাত দৌলাহ।

পাকিস্তানের দেওয়া ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে টপ অর্ডার ব্যর্থ হলেও আশিকুর রহমানের ব্যাটে ভর করে জয়ের পথেই থাকে বাংলাদেশ। ৭২ রান করে আউট হন আশিকুর রহমান। এরপর মিডল অর্ডারের আহরার আমিন ও পারভেজের অর্ধশতকে ভর করে ১ ওভার হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আহরার আমিন করেন ৫২ রান। আর পারভেজ ৫৭ রান করে অপরাজিত থাকেন। এই জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশের যুবারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here