নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন আনলো পাকিস্তান। ১৫ সদস্যের স্কোয়াড থেকে আজম খান (সাবেক ক্রিকেটার মইন খানের ছেলে), মোহাম্মদ হাসনাইন ও খুশদিল শাহকে বাদ দিয়েছে পিসিবি। তাদের বদলি হিসেবে দলে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ সরফরাজ আহমেদ, ফাখার জামান ও হায়দার আলিকে।
সম্প্রতি অনুষ্ঠিত ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় টি-টোয়েন্টি কাপে পারফরম্যান্স পর্যালোচনা করে এই পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এছাড়া আরও একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। গত ছয় অক্টোবর পিঠের ইনজুরিতে পড়েছেন শোহাইব মাকসুদ। তার দলে থাকা না থাকা নির্ভর করছে ডাক্তারের পরামর্শের ওপর।
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফাখার জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, শোহাইব মাকসুদ।
রিজার্ভ: খুশদিল শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদিরন।