নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার’স ক্লাবের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কেক কেটে এই কাজের উদ্ধোধন করেন চিফ হুইপ ও ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্লামেন্ট মেম্বার’স ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম তাজুল ইসলাম এমপি, পার্লামেন্ট মেম্বার’স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।