পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে সিরিজে ফিরল উইন্ডিজ

0
8

ক্রীড়া প্রতিবেদক
কিয়োরন পোলার্ডের ব্যাটিং ঝড়ের পর বল হাতে নজর কাড়লেন আরেক অভিজ্ঞ তারকা ডোয়াইন ব্রাভো। এই দুইয়ের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২১ রানে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ফিরল ২-২ সমতা। রবিবার হতে যাওয়া পঞ্চম ম্যাচটি তাই ফাইনালে রূপ নিল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে গ্রেনাদায় টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে লেন্ডল সিমন্স ৩৪ বলে ৪টি করে চার ও ছক্কায় ৪৭ রান করেন। অন্যরা সুবিধা করতে না পারলেও অধিনায়ক পোলার্ডের ব্যাটে ঝড় ওঠে। ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন তিনি। ২টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here