পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ট্রলার উল্টে নিখোঁজের ঘটনায় ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হরিনঘাটা গ্রামের আলী হোসেনের ছেলে ইব্রাহিম (৩৫), তোতা মিয়ার ছেলে মনির (৩৫) এবং পশ্চিম বাদুরতলা গ্রামের কুদ্দুস ফরাজীর ছেলে সরোয়ার (৩০)। বুধবার সকাল নয়টার দিকে ডুবে যাওয়া ট্রলারের ভিতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।