বরগুনা সংবাদদাতা
দক্ষিণ বঙ্গোপসাগরে ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ায় ১৫টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ২ জেলের লাশসহ ৩০ জেলেকে উদ্ধার করা হয়েছে, আরো ২৩ জন জেলে এখনে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বরগুনার পাথরঘাটার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়। তবে বাকিদের সন্ধান এখনো অব্যাহত রয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন-বাগেরহাট জেলার চিতলমারীর মামুন (৩০) ও পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার জানখালী গ্রামের ইসমাইল (৪০)। এর আগে।
জানা যায়, নিখোঁজ জেলেদের মধ্যে দু’জনের লাশ জেলেদের জালে আটকা পড়ে। পরে লাশ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশ দুটি কোস্টগার্ড মংলা ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলায়। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি আনিছ ও এফবি ইলিয়াস রয়েছে।