বরিশালে করোনায় আক্রান্ত ও উপসর্গে ২১ জনের মৃত্যু

0
4

তাজুল ইসলাম, বরিশাল
বরিশাল বিভাগে সোমবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ কারীদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে বরিশালে একজন, ভোলায় একজন, পটুয়াখালীতে দুইজন ও বরগুনায় দুইজন রয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ১৫ জন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ৩৮৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩৮ হাজার ৬৮৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here