বিকাশ অ্যাড মানিতে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

0
3

নিজস্ব প্রতিবেদক
ডেবিট এবং ক্রেডিট কার্ড থেকে বিকাশে টাকা আনা স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করতে বিকাশ তিনটি অফার নিয়ে এসেছে, যেখানে গ্রাহক ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও কোনো খরচ ছাড়াই যেকোনো সময় বিকাশ অ্যাপ দিয়ে মাস্টারকার্ড বা ভিসা ডেবিট কার্ড থেকে নিজের কিংবা অন্যের বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করা যাচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, বিকাশ অ্যাপ দিয়ে প্রথমবার ভিসা বা মাস্টারকার্ড থেকে নিজের বা অন্যের বিকাশ অ্যাকাউন্টে এক হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই গ্রাহক পাবেন ১০০ টাকা ক্যাশব্যাক। অফারটি চলবে ১৭ মে পর্যন্ত এবং একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন।

বিকাশ জানায়, যেসব গ্রাহক আগে কখনও ভিসা বা মাস্টারকার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করেননি, তাদের জন্য অফারটি প্রযোজ্য।
গ্রাহকের অ্যাকাউন্টে লেনদেনের পরবর্তী দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে ক্যাশব্যাক পৌঁছে যাবে। গ্রাহকরা https://www.bkash.com/bn/add-money-new-user ওয়েবসাইটে অফারের বিস্তারিত জানতে পারেবেন।
এছাড়াও যে সকল গ্রাহক বিকাশ অ্যাপ দিয়ে ভিসা বা মাস্টারকার্ড থেকে ২০২০ সালে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করেছেন কিন্তু এ বছরের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত করেননি তারা বিকাশ অ্যাপ দিয়ে ভিসা বা মাস্টারকার্ড থেকে এক হাজার টাকা বা তার বেশি পরিমাণ অ্যাড মানি করলেই পাবেন ১০০ টাকা ক্যাশব্যাক।

বিকাশ অ্যাপ দিয়ে ভিসা কিংবা মাস্টারকার্ড থেকে নিজের বা অন্যের বিকাশ অ্যাকাউন্টে ৪৫০০ টাকা অ্যাড মানি করলেই গ্রাহক পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতিবার ৪৫০০ টাকা অ্যাড মানি করলেই পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক। অর্থাৎ ১০ বারে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here