নিজস্ব প্রতিবেদক
বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন। ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো।
পোস্টটিতে বলা হয়, আমরা ফিরে আসছি! লকডাউন বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে, আমাদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি ১১ আগস্ট ২০২১ থেকে আবারও চালু হবে। ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।