নিজস্ব প্রতিবেদক
সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে ১ সেপ্টেম্বর বৃধবার থেকে। দীর্ঘ পাঁচ মাস পরে পর্যটকরা কটকা, কচিখালী ও করমজলসহ বনের পর্যটন স্পটে যেতে পারবেন। জেলেদের মাছ শিকারসহ বনজ সম্পদ আহরণের পাশ পারমিটও দেয়া হবে ওই দিন থেকে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতির কারণে গত এপ্রিল মাস থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ছিলো। বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেয়া হবে।