বুর্কিনা ফাসোর গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব, নিহত ১০০

0
5

আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরে একটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রোসে কাবোরে। বিবিসি।

রয়টার্স জানিয়েছে, দেশটির উত্তরে সোলহান নামের ওই গ্রামে সন্ত্রাসীরা রাতভর হামলা চালিয়ে সেখানকার মানুষদের হত্যা করে। হামলার সময় তাদের ঘরবাড়ি এবং মার্কেটও পুড়িয়ে দেয়া হয়েছে।

এই ঘটনায় এখনও কেউ বা কোনো জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি।

প্রেসিডেন্ট কাবোরে এক টুইট বার্তায় এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ ‘নিরাপত্তা বাহিনী বর্তমানে সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে’ যোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here