ভারতকে জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনি গতকাল রোববার বার্তা সংস্থা ইরনাকে বলেন, ‘ভারত এই বন্দরে তেলের কৌশলগত ভাণ্ডার স্থাপন করতে পারে।’ ইরানের হরমুজগান প্রদেশের জাস্ক বন্দরে পুঁজি বিনিয়োগ করে গ্যাস আমদানি করতে ভারতকে প্রস্তাব দিয়েছে দেশটি।
আলী চেগেনি আরও বলেন, ‘ভবিষ্যতে জ্বালানির বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা এই নিরাপদ খাতে বিনিয়োগ করতে পারে নয়াদিল্লি। সার্বিকভাবে ইরানের জ্বালানি খাতে পুঁজি বিনিয়োগের জন্য ভারতের হাতে যথেষ্ট সুযোগ রয়েছে।’