আন্তর্জাতিক ডেস্ক
ভারতে করোনার সংক্রমণ তীব্র রূপ নিয়েছে। মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া আগামী ১৫ মে পর্যন্ত ভারত থেকে সরাসরি যাত্রীবাহী বিমান আসা বন্ধ ঘোষণা করেছে।
দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, স্পষ্টত ঝুঁকির কারণে অন্তত ১৫ মে পর্যন্ত ভারতের সাথে বিমান যোগাযোগ বন্ধ থাকবে। এর ফলে শীর্ষস্থানীয় ক্রিকেটারসহ হাজার হাজার অস্ট্রেলিয়ান আটকা পড়বে।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ভারত। দেশটিতে দৈনিক সংক্রমণ এখন ৩ লাখেরও বেশি। আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে দৈনিক দুই হাজারেরও বেশি মানুষের। শ্মশানে জায়গা না থাকায় গণচিতায় জ্বলছে মরদেহ। অক্সিজেনের সংকটও প্রকট আকার ধারণ করেছে। এএফপি।