নিজস্ব প্রতিবেদক
সিলেটে গত দুদিনে দফায় দফায় ভূমিকম্প হয়েছে। এতে সিলেবাসীকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভূমিকম্পের জন্য আপনারা আতঙ্কিত হবেন না, সচেতনতা বজায় রাখুন।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘গতকাল সিলেটে পরপর চারটা ভূমিকম্পের কথা শুনলাম। বিকালে শুনলাম মোট ছয়টা ছোট ছোট ভূমিকম্প হয়েছে। আজকে সকালেও একটা ভূমিকম্পের খবর পেলাম, মোট সাতটা। এতে অনেকেই আতঙ্কিত। কারণ, অনেক সময় মনে হয়, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের জন্য আপনারা আতঙ্কিত হবেন না, সচেনততা বজায় রাখুন।’ তিনি বলেন, ‘যখনই এ ধরনের ভূমিকম্প হবে তখন নিরাপত্তা যেখানে আছে সেখানে যান। পুলিশের ৯৯৯ নম্বরটা মনে রাখবেন, যদি আপনার এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন।’