ভেদু‌রিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

0
4

ভোলা সদর সংবাদদাতা
ভোলা সদর উপ‌জেলার ভেদু‌রিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামে‌ন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২০ আগস্ট) বি‌কে‌লে ভেদু‌রিয়ার ব্যাংকের হাটস্কিুল মা‌ঠে ভেদু‌রিয়া লায়ন্স ফুটবল একা‌ডেমীর আ‌য়োজ‌নে এ টুর্নামে‌ন্টের আ‌য়োজন করা হয়।

অনুষ্ঠান প্রধান অ‌তি‌থি ছি‌লেন ভোলা অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

ভেদু‌রিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম মাস্টা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, ভেদু‌রিয়া ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারন সম্পাদক মো: মোস‌লেহ্ উ‌দ্দিন, ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি মো: মোস্তফা কামাল প্রমূখ।

টুর্নামে‌ন্টের সা‌র্বিক সহ‌যোগিতা ক‌রেন নিউ টেন স্পোর্টস। ফাইনাল খেলায় মেঘনা ও পদ্মা দল মূ‌খোমূ‌খি হয়। টাই‌ব্রেকা‌রে পদ্মা দল ৩/১ গো‌লে জয় লাভ ক‌রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here