নিজস্ব প্রতিবেদক
শুকনো মৌসুমে নৌযান চলাচলের উপযোগী করতে চলতি মাস থেকে ভোলাসহ বরিশাল বিভাগের বিভিন্ন নৌ-রুটে খনন কার্যক্রম শুরু করা হয়েছে। যা ডিসেম্বরের মধ্যে শেষ হবে। সবমিলিয়ে এবারে এই বিভাগের সাতটি রুটের ৩০টি পয়েন্টে প্রায় ২১ লাখ ঘনমিটার পলিমাটি অপসারণ করা হবে।
বুধবার (৬ অক্টোবর) বরিশাল নদীবন্দরে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান ভুঁইয়া।
প্রকৌশলী মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, বরিশাল বিভাগে মোট প্রায় ২১ লাখ ঘনমিটার পলিমাটি নৌপথ থেকে অপসারণ করা হবে। তিনি বলেন, বর্ষায় উজান থেকে নেমে আসা পানির সঙ্গে আমাদের দেশের নদনদীর প্রচুর বালু বা পলিমাটি বঙ্গোপসাগরে যায়।
তিনি বলেন, যদিও হিসাব অনুযায়ী ৭০ শতাংশ বঙ্গোপসাগরে যায়, বাকি ৩০ শতাংশ বালু আমাদের অভ্যন্তরীণ নদনদীতে থেকে যায়। আর এ ৩০ শতাংশের কারণে প্রতি বছর নৌ-রুট রক্ষায় মেইনটেনেন্স ড্রেজিং কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে আমাদের। ইন্টারনেট।