নিজস্ব প্রতিবেদক
ভোলায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। এরা সবাই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় সর্বমোট ৫৬ জনের মৃত্যু হলো। এদিকে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯৬ জনের কনরানা শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা তাড়িয়েছে ৪ হাজার ৯৪৫ জন। যাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৭৮৫ জন। বর্তমানে আক্রান্ত আছেন ২ হাজার ১০৩ জন।
রোববার (৮ জুলই) দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিরুপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জেলায় এ পর্যন্ত ২২ হাজার ১৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৫৫ জন এবং নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সদরে ৫৭ জন, দৌলতখানে ১০ জন, বোরহানউদ্দিনে ১৩ জন, লালমোহনে ১৩ জন, তজুমদ্দিনে ১ জন ও মনপুরায় ২ জন রয়েছে।