ভোলা-লক্ষীপুর ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভীড়

0
6

নিজস্ব প্রতিবেদক
ঈদ-পরবর্তী সরকার ঘোষিত ১৪দিনের কঠোর বিধিনিষেধের নবমতম দিনে ভোলার ইলিশা-লক্ষীপুর ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীরা ভিড় ভাড়ছে। বিধিনিষেধের শনিবার ৯ম তম দিনে শনিবার সকাল থেকে ভোলার ইলিশাঘাটে রাজধানীসহ বিভিন্ন জেলামুখী যাত্রীদের তীব্র ভিড় রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে হাজারো যাত্রী এই ঘাটে জুড়ো হয়ে ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে চলাচল করা ফেরি দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করছেন।

জানা যায়, সারাদেশে গার্মেন্টসসহ কলকারখানা সীমিত পরিসরে চালুর ঘোষণায় ভোলা-লক্ষীপুর ফেরিঘটাটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই ফেরিতে করে লক্ষীপুর হয়ে ঢাকা-চট্রগ্রাম যাওয়া যাত্রীরা ফেরির অপেক্ষায় ছিলো এক পর্য়ায় ফেরি আশার সাথে সাথে তারা প্রশাসনের সকল বাঁধা অতিক্রম করে ফেরিতে উঠে। সকাল ১০টায় ইলিশাঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি কৃষাণীতে হাজারেও বেশি যাত্রী পারাপার হয়েছেন।

এখনো ঘাটে ফেরির অপেক্ষায় কয়েক হাজার যাত্রী ঘাটে অবস্থান করছেন। যাদের অধিকাংশ ঢাকা, চট্রগামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। বিকল্প উপায় হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পারি দিয়ে কয়েকটি মাছ ধরার ট্রলার নিষিদ্দ ট্রলার ও স্পিডবোট দিয়ে শ্রমিকরা পারাপার হওয়ার চেষ্টা করলেও প্রশাসনের বাঁধার মুখে পড়ে কোনো ট্রলারই যেতে পারেনি।

উল্লে¬খ্য, দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যাত্রীরা রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য এই ভোলার ইলিশা-লক্ষীপুর ফেরিঘাট নৌ-রুটে ব্যবহার করেন যাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here