ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিদায় ও বরন

0
37
  • জহিরুল হক, ভোলা

ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম এবং নব যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো: নুরনবী প্রকৌশলীদ্বয়ের বিদায় ও বরন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো: সৌরব আলী, উপ সহকারী প্রকৌশলী মো: মনির হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো: আকতার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মেহীদি হাসান, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ই ডি এম হানিফ খান, বিশিস্ট ঠিকাদার মো: লেলীন, ঠিকাদার এমরান বকসি, ঠিকাদার কাজী কামাল, ঠিকাদার মো: হারুন অর রশিদ প্রমুখ।

এসময় বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতেও সুন্দর ও সঠিকভাবে দায়ীত্ব পালন করতে পারি।

নব যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোঃ নুরনবী বলেন, সকলের সমন্বয়ে সরকারী সিডিউল অনুযায়ী কাজ করতে হবে এক্ষেত্রে সবাই সচেতন থাকতে হবে। যাতে সরকারী উন্নয়ন কাজে গতি ফিরে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here