নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশ ও মনপুরার এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গণসংবর্ধনা দিলো মনপুরাবাসী।
বৃহস্পতিবার বিকালে ডাক-ঢোল, বাধ্য বাজিয়ে, মিছিল নিয়ে স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে অভিনন্দন জানাতে সমবেত হন মনপুরাবাসী।
এই সময় মনপুরা সরকারি হাজির হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনার সভাস্থলে দুপুর থেকে লোকে লোকারন্য হয়ে উঠে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে সমগ্র উপজেলা জুড়ে টানানো হয়েছে ব্যানার ফেস্টুন। সন্ধ্যার আগে ফুল ও ক্রেষ্ট দিয়ে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে স্থানীয় আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগমসহ দেশ সেরা শিল্পীরা।
মনপুরা আ’লীগের সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় ও আ’লীগের সভাপতি শেলিনা আকতারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, স্বাধীনতার ঐতিহাসিক মাস মার্চ মাস উল্লেখ করে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবর্ধনায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা, ওসি সাইদ আহমেদ, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আ’লীগের সহসভাপতি একেএম শাহজাহান, শাহরিয়ার চৌধুরী দীপক প্রমুখ।