এম আবু সিদ্দিক
ভোলার মনপুরায় মাছের ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে।
উপজেলার গিয়াস উদ্দিন মাঝিরমোছ ধরা ট্রলারে সাথে জাহাজের সংঘর্ষে মুহুর্তের মধ্যে মাছের ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে দুই জেলের মৃত্যু ঘটে।এক জেলে এখনও নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারের জীবিত ৮ জেলে ও মৃত ২ জেলের লাশ মনপুরার নেয়া হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৪ টায় গভীর সমুদ্রে মাছ শিকার অবস্থায় জাহাজের সাথে ট্রলারের সংঘর্ষে এই দুঘর্টনা ঘটে।
ট্রলার ডুবির ঘটনায় নিহতরা জেলেরা হলেন, মোঃ রুবেল (২৮) ও মোঃ মাফু (৩০)। এদের বাড়ি মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের
চর ফৈজুদ্দিন ও দাসের হাট গ্রামে।নিখোঁজ অপর জেলে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর ফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে মো: মিজানুর রহমান (৩৮)।
জানা যায়, সাগরে ইলিশ মাছ শিকারবস্থায় পিছন থেকে একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দেয়। তাৎক্ষনিক ট্রলারটি সাগরে ডুবে যায়।
ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। সাগরে নিখোঁজ অপর জেলের সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্ট চালানো হচ্ছে।