মনপুরায় ১২০ খামারীর মধ্যে গো-খাদ্য বিতরণ

0
3

নিজস্ব প্রতিবেদক
চরফ্যাশন সংলগ্ন মনপুরা উপজেলায় ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত গবাধি পশুর ১২০ খামারীদের মধ্যে গো-খাদ্য বিতরণ উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ভবনের সামনে খামারীদের মাঝে এই গো-খাদ্য বিতরণ কর্মসূচী উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মো: শামীম মিঞা।

গো-খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইলিয়াস মিয়া, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মো: ছালাহউদ্দিন, গরুর-খামার সমিতির সাধারণ সম্পাদক মো: সাহাব উদ্দিনসহ সকল খামারী।

উল্লেখ্য, কর্মসূচীতে প্রতি খামারীকে ৫৫কেজি বুশি ও ২০ কেজি করে খৈল প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here