মনপুরা সংবাদদাতা
চরফ্যাশন সংলগ্ন দ্বীপ উপজেলা মনপুরায় মহমারি করোনাভাইরাস (কোভিড-১৯) ৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। তাদের কারোই করোনাভাইরাস উপসর্গ নেই। তবে তারা ভালো আছেন। বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে আছেন।
জানা যায়, কোভিড রেপিড এন্টিজম টেস্ট করে মো: রফিক (২৬), মো: নজরুলইসলাম (৫৭), মো: আজাদ (৩৪), বিবি খাদিজা (২৬), অনিল চন্দ্র দাস(৫৫) ও মো: শামসুউদ্দিন (৩৫) করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
মনপুরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পকনা কর্মকর্তা ডা. মো: রেজওয়ানুর আলম জানান, কোভিড রেপিড এন্টিজম টেস্ট ৩৮ জনকে করে ৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তবে তাদের কোন উপসর্গ নেই। তারা ভালো আছেন। তাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাড়ীতে তাদের চিকিৎসা দেয়া হবে।
তিনি আরো হাসপাতালে সিনোফার্মের ভ্যাকসিন রয়েছে। রেজিষ্টেশন করে আসলে ভ্যাকসিন দেয়া হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।