মন্ত্রী মান্নান ও জ্যাকব চরফ্যাশন আসছেন আজ

0
4

নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনা মন্ত্রী এম, এ, মান্নান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আজ ২৩ অক্টোবর শনিবার চরফ্যাশন সফরে আসেছন।

বেলা সাড়ে ১০ টায় তারা চরফ্যাশন পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তারা শেখ রাসেল শিশু ও বিনোদনপার্ক পরিদর্শন এবং মুজিব বর্ষ উপলক্ষে স্মারক বৃক্ষরোপন করবেন।

বেলা ১১ টা থেকে জ্যাকব টাওয়ারসহ চরফ্যাশনের বিভিন্ন উন্নয়ন স্থাপনা পরিদর্শন শেষে তারা এক সুধি সমাবেশে যোগ দেবেন।

সমাবেশ শেষে তারা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং চরফ্যাশনে নির্মিত অত্যাধুনিক বাস টার্মিনাল পরিদর্শন করে মনপুরার উদ্দেশ্যে চরফ্যাশন ত্যাগ করবেন।

মনপুরায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও সুধি সমাবেশে যোগদান শেষে বেলা ৪ টায় তারা ঢাকা যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here