রাজধানীতে শনিবার থেকে বসছে পশুর হাট

0
3

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা তথা কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীতে ১৭ জুলাই থেকে বসছে পশুর হাট। পশু কেনাবেচা চলবে ঈদের দিন তথা ২১ জুলাই পর্যন্ত।

পশুর হাটগুলোতে সাধারণত ঈদের দিনসহ মোট পাঁচ দিন পশু কেনাবেচা হয়ে থাকে। করোনা মহামারী সত্ত্বেও এতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১০টি অস্থায়ী পশুর হাট আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় একটি স্থায়ী (গাবতলী) সহ মোট ১০টি পশুর হাট বসবে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এর দক্ষিণ সিটি করপোরেশন হাটের সংখ্যা তিনটি কমিয়ে এনেছে।

রোববার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় আগামী ২১ জুলাই কোরবানি ঈদ তথা ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here