আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আফ্রিকার মৃত জুলু রাজার ছয় বিধবা স্ত্রীর মধ্যে একজন উত্তরাধিকার নির্বচন নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। এএফপি ।
দেশটির কোয়া-জুলু নাটাল প্রদেশের একটি আদালতে গত মঙ্গলবার এ আইনি লড়াই শুরু হয়। আইনি লড়াই শুরু করা নারীর যুক্তি, তিনিই রাজার একমাত্র বৈধ বিধবা। কারণ, রাজার সঙ্গে তাঁর বিয়ে দেওয়ানি আইন অনুযায়ী হয়েছিল। রাজা বাকি পাঁচ নারীকে বিয়ে করেছিলেন ঐতিহ্যগত রীতিনীতি অনুসারে।
জুলু রাজা গুডউইল জুয়েলিথিনি ৭২ বছর বয়সে ২০২১ সালের মার্চে মারা যান। তিনি ৫০ বছর সিংহাসনে ছিলেন। তিনি ৬ জন স্ত্রী ও কমপক্ষে ২৮ জন সন্তান রেখে গেছেন। রাজা তাঁর ইচ্ছাপত্রে (উইল) প্রিয় স্ত্রী শিওয়ে মান্টফোম্বি ডলামিনিকে ১ কোটি ১০ লাখ জুলু জনগোষ্ঠীর শাসক হিসেবে নামকরণ করে গেছেন।
রাজার মৃত্যুবরণের মাত্র এক মাস পর গত বছরের এপ্রিলে হঠাৎ মারা যান তাঁর তৃতীয় স্ত্রী শিওয়ে। তবে তিনি তাঁর পুত্র মিসুজুলু জুলুকে (৪৭) সিংহাসনে আরোহণের জন্য একটি উইল রেখে যান। মিসুজুলু জুলুর অভিষেক এখনো হয়নি। মঙ্গলবার আদালতের শুনানিতেও তিনি উপস্থিত হননি।
তবে জুলু রাজপরিবারের কয়েক সদস্য শুনানিতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ কাঁধে পশুর চামড়া বা মাথায় পশমের মুকুট পরেছিলেন।