রাজশাহী সংবাদদাতা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৫ জন পজিটিভ, ৯ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে (১ থেকে ২৫ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৭৭ জন। এর মধ্যে ১৩৮ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।
রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৬ জন রাজশাহীর (পজিটিভ ২, উপসর্গে ৪), চাঁপাইনবাবগঞ্জের ৪ জন (পজিটিভ ২, উপসর্গে ২), নওগাঁর ৩ (পজিটিভ ১, উপসর্গে ২) ও নাটোরে ১ জন উপসর্গে মারা যান। মৃতদের ৭ জন পুরুষ ও ৭ জন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ (পুরুষ ২) জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ (পুরুষ ১, নারী ৩) জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ (পুরুষ ২, নারী ৩) জন ও ৬১ প্লাস বছর বয়সী ৪ (পুরুষ ৩, নারী ১) জন রয়েছেন।
রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে রাজশাহীর ৪৪, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৫, নওগাঁর ৬, পাবনার ১ ও কুষ্টিয়ার ১ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।