রুশ হামলায় বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ধ্বংস : ইউক্রেন

0
7

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার হামলায় বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। রোববার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। বিবিসি।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হোস্তোমিল বিমানবন্দরে লড়াই চলাকালে আন্তোনভ এএন-২২৫ মডেলের উড়োজাহাজটি ধ্বংস করা হয়। ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। এর একদিন পরই কিয়েভে প্রবেশ করে রুশ বাহিনী।

টুইটে দিমিত্রি কুলেবা বলেন, এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ এএন-২২৫ “ম্রিয়া” (ইউক্রেনীয় ভাষায় এর অর্থ স্বপ্ন)। রাশিয়া হয়তো আমাদের স্বপ্ন ধ্বংস করেছে। তবে একটি শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র নিয়ে আমাদের স্বপ্নকে তারা কখনো ধ্বংস করতে পারবে না।

আন্তোনভ এএন-২২৫ উড়োজাহাজ তত্কালীন সোভিয়েত ইউনিয়ন আমলে নকশা ও নির্মাণ করা হয়। এটি নির্মাণের পেছনে উদ্দেশ্য ছিল মহাকাশযান বহন করা। তবে সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজটি এ কাজে ব্যবহার করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here