লালমোহন সংবাদদাতা
লালমোহনে মো: সাকিব (২১) নামে এক কৃষকের পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাকিব উপজেলার উত্তর ফুলবাগিচা গ্রামের বজলু মোল্লার ছেলে।
জানা যায়, সাকিবসহ তার পরিবারের সদস্যরা গত বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘরের দরজা খোলা দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় সাকিবের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তারা। চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে। পরিবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করছে।