ক্রীড়া প্রতিবেদক
লাহোরে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টির ট্রফিটাও নিয়ে নিলো সফরকারীরা। আর স্বাগতিকদের কেবল ওয়ানডে সিরিজ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান। সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক বাবর আজম। এছাড়া খুশদিল শাহ ২৪, মোহাম্মদ রিজওয়ান ২৩, উসমান কাদির ১৮, ইফতেখার আহমেদ ১৩ ও হাসান আলি ১০ রান করেন।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে নাথান এলিস ৪টি, ক্যামেরুন গ্রিন ২টি এবং সিন অ্যাবট ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৫৫ রানের ওপর ভর করে জয় পায় অজিরা। এছাড়া ট্রাভিস হেড ২৬, জস ইংলিশ ২৪, মার্কাস স্টয়নিস ২৩ ও বেন ম্যাকডারমট ২২ রান করেন। পাক বোলারদের পক্ষে শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে এবং হারিস রউফ একটি উইকেট নেন।