লেবাননকে কাঁপিয়ে দেয়ার হুমকি ইসরাইলের

0
3

আন্তর্জাতিক ডেস্ক
সম্প্রতি টানা ১১ দিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করে ইসরাইল। এতে ২৫৩ বেসামারিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন শিশু রয়েছে। এছাড়া প্রায় ২ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার লেবাননকে কাঁপিয়ে দেয়ার হুমকি দিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ। লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ১৯৮২ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ হুমকি দেন। খবর ইরনা’র।
হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্তজ বলেন, লেবানন থেকে যদি কোনও হামলা চালানো হয় তাহলে ওই দেশে কাঁপন ধরিয়ে দেওয়া হবে। লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং সে তালিকা গাজার তালিকার চেয়েও বড়।

গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েক দিন পরই ইসরাইল লেবাননের বিরুদ্ধে এ হুমকি দিল। যদিও লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ। গত মঙ্গলবার হিজবুল্লাহ মহাসচিব বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরাইলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তিনি বলেন, এ যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরাইলকে এই শিক্ষা নিতে হবে যে, বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যেকোনও ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here