সরকারের অভূতপূর্ব উন্নয়ন বিশ্বে বিস্ময় : জ্যাকব

0
19

এম আবু সিদ্দিক, চরফ্যাশন
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়ন বিশ্বে এক বিস্ময়কর ব্যাপার।

মানুষের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকারের একযুগেরও বেশি শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে আত্নমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অবকাঠামো খাতে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) ভোলার চরফ্যাশনে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জ্যাকব বলেন, বৈশ্বিক করোনা মহামারি পরিস্হিতিতে অর্থনীতির চাকা সচল রাখতে জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়ন করে যাচ্ছেন। আত্নপ্রত্যয়ী দেশ হিসেবে বিশ্বে অভূতপূর্ব উন্নয়নের ধারায় বাংলাদেশ। সরকারের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনীতির দেশ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদীন আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আল নোমান, পৌর মেয়র মো: মোরশেদ, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মো: হোসেন, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here