ক্রীড়া প্রতিবেদক
ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত সল্টলেক স্টেডিয়াম বা যুব ভারতী ক্রীড়াঙ্গনকে কোভিড-১৯ হাসপাতালে রুপান্তর করা হচ্ছে। সেখানে প্রাথমিকভাবে ২২৩টি বেডের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ২১০টি সাধারণ বেড। তবে আপাতত কোনো আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট রাখা হচ্ছে না।
জানা গেছে, রাজ্যের হাসপাতালগুলোতে বেডের সমস্যা মেটাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এমতাবস্থায় স্থানীয় আমরি হাসপাতালের সহায়তায় এ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। করোনা রোগীদের চিকিৎসার পাশাপাশি স্টেডিয়ামে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমও চলবে বলে জানা গেছে।
আমরি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সল্টলেক স্টেডিয়ামে আপাতত করোনা রোগীদের চিকিৎসার জন্য সাধারণ আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। অক্সিজেনের সুবিধাও আছে। তবে এখনই জরুরি সেবা চালু হচ্ছে না।